What is the course about?
বিনামূল্যের এই অনলাইন কোর্সটি বিশ্বব্যাপী ট্রেড ইউনিয়ন কর্মী, শিক্ষাবিদ এবং আইনজীবিদের জন্য দিচ্ছে বৈশ্বিক সরবরাহ প্রবাহ (গ্লোবাল সাপ্লাই চেইন) এর শ্রমিকদের উপর কোভিড-১৯ অতিমারীর প্রভাব সম্পর্কিত বিশ্লেষনমূলক জ্ঞান, এবং শ্রমিকদের সুরক্ষায় ট্রেড ইউনিয়নের প্রতিক্রিয়া। এই কোর্সটি গ্লোবাল সাপ্লাই চেইন নিয়ে পুনরায় ভাবতে কিছু মৌলিক প্রশ্ন নিয়ে আলোচনা করেছে, একইসাথে কার্যকর নতুন কিছু গড়ে তুলতে শ্রম অধিকার বিষয়ক কর্মীদের প্রস্তাবনা ও বিধি বিষয়ক উদ্যোগ সম্পর্কে আলোকপাত করেছে।
এই কোর্সটিতে যা রয়েছেঃ
- বৃহৎ পরিসরের শিক্ষাবিদ, ট্রেড ইউনিয়ন এবং সুশীল সমাজ প্রতিনিধিদের
সমন্বয়ে আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ কর্তৃক ভিডিও লেকচার;
- বিশেষজ্ঞ কর্তৃক নির্ধারিত পাঠ উপকরণ;
- আলোচনার বিষয় ও কুইজ প্রশ্ন, যা অংশগ্রহণকারীদের নির্ধারন করতে
সহায়তা করবে, কিভাবে ভিডিও লেকচার থেকে প্রাপ্ত জ্ঞান স্থানীয়
প্রেক্ষাপটে প্রয়োগ করা যায়;
- প্রতিটি পর্বের জন্য জুম ওয়ার্কশপ, যার মাধ্যমে অংশগ্রহণকারীরা কোর্স
বিশেষজ্ঞদের সাথে সরাসরি যুক্ত হতে পারবেন; আন্তর্জাতিক বিশেষজ্ঞদের
অংশগ্রহণে কোর্সটির মূল বিষয়াবলীর উপরে ইস্যুভিত্তিক ওয়েবিনার।
কোর্সটি শুরু হয়েছে প্রফেসর মার্ক এ্যানার এর সাথে ফেসবুক লাইভ আলোচনা এর মাধ্যমে।
কোর্স এর অধ্যায়সমূহ
অধ্যায় ১: কোভিড-১৯ সংকটকালে গ্লোবাল সাপ্লাই চেইন: ভূমিকা
এই অধ্যায়টি কোভিড-১৯ এর কারনে গ্লোবাল সাপ্লাই চেইন এ যে প্রধান প্রধান সংকট তৈরী হয়েছে, এবং এর ফলে শ্রমিকদের উপর যে প্রভাব পড়েছে, তার সম্পর্কে একটি সাধারন ধারনা দিয়েছে।
অধ্যায় ২: তাসের ঘর: বৈশ্বিক সরবরাহ শৃংঙ্খল মডেলের কাঠামোগত দুর্বলতা
এই অধ্যায়টিতে বৈশ্বিক সরবরাহ শৃংঙ্খল মডেলের আগা থেকে গোড়া পর্যন্ত পদ্ধতিগত ত্রুটির বিষয়ে বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়েছে। বাণিজ্য এবং কর ব্যবস্থা, মূল্য এবং সময় সংকোচন প্রবনতা, পরিবেশ থেকে উৎপাদন এবং বহুজাতিক কোম্পানিগুলোর অংশিদারিত্বমূলক ব্যবস্থা এই মডেলের অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত পরিনতির অন্যতম প্রধান ভূমিকা পালন করে। বৈশ্বিক সরবরাহ শৃংঙ্খল মডেলের বর্তমান বিশ্লেষণ মূলত গত শতাব্দীর সাম্রাজ্যবাদী বির্তক এবং নির্ভরতা তত্ত্বেরই প্রতিফলন। কোভিড-১৯ সংকট মোকাবেলায় মাচো (পৌরুষতান্ত্রিক) কর্তৃত্ববাদী নেতাদের ব্যর্থতা নিয়ে আলোচনা করে অধ্যায়টি সমাপ্ত করা হয়েছে।
অধ্যায় ৩: গার্মেন্টস সরবরাহ শৃংঙ্খলে কোভিড-১৯ এর প্রভাব: শ্রমিকদের প্রতিক্রিয়া
এই অধ্যায়টিতে মাঠের শস্য থেকে শুরু করে গার্মেন্টসের সরবরাহ শৃংঙ্খলের বিভিন্ন অংশের সাথে সম্পৃক্ত ইস্যূগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। প্রতিটি ইউনিটে, পোশাক উৎপাদন,তুলা উৎপাদন, বিপণন এবং বিতরণ, সামুদ্রিক পরিবেশ ইত্যাদির সাথে সম্পৃক্ত শ্রমিকদের উপর কোভিড-১৯ এর প্রভাব, সৃষ্ট সমস্যা এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া প্রতিটি পর্বে গার্মেন্টেসের সরবরাহ শৃংঙ্খল কর্তৃক এ শিল্পের সাথে যুক্ত শ্রমিকদের বৈশ্বিক মহামারি থেকে রক্ষার জন্য কি কি ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা উদাহরণ হিসেবে দেখানো হয়েছে।
অধ্যায় ৪: অন্যান্য বৈশ্বিক সরবরাহ শৃংঙ্খলে কোভিড-১৯ এর প্রভাব: শ্রমিকদের প্রতিক্রিয়া
এই অধ্যায়টিতে পূর্বের মত অন্যান্য সেক্টরের যেমন: কসাইখানা, কৃষিজ খাদ্য উৎপাদন, ইলেক্ট্রনিক্স, ফুল চাষী এবং প্ল্যাটফর্ম এর সাথে সম্পৃক্ত সরবরাহ শৃংঙ্খলে কোভিড-১৯ প্রভাব বিশ্লেষণ করা হয়েছে।
অধ্যায় ৫: সমাধানের পথ: মূল দাবীর উপর শ্রমিকের দৃষ্টিভঙ্গি, কৌশলগত প্রতিক্রিয়া এবং নীতি প্রস্তাব
অবশেষে, এই অধ্যায়টিতে সমস্যা সমাধানের সম্ভাব্য পথের বিষয়ে আলোকপাত করা হয়েছে। এছাড়া বৈশ্বিক সরবরাহ শৃংঙ্খল নিয়ন্ত্রণে আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন আন্দোলন এবং শ্রম-সমর্থক সংস্থাগুলির মূল নীতি প্রস্তাব এবং কৌশলগত প্রতিক্রিয়াগুলো কিভাবে ভূমিকা পালন করতে পারে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। অধ্যায়টিতে শ্রমবাজার, শিল্প নীতি ও বাণিজ্যব্যবস্থার মতো কিছু নীতিমালার প্রস্তাবসহ বিশদ বিশ্লেষণ করা হয়েছে।
আমার কি জানা দরকার?
কোর্সের জন্য বাংলা ভাষায় মৌলিক দক্ষতার প্রয়োজন। কোর্সটি মাস্টার্স প্রোগ্রামের সমমান, যা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিজ্ঞানের ক্ষেত্রের ভিত্তিতে তৈরী। তবে, বিষয়সমূহ সহজগম্য এবং সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে, তাই আনুষ্ঠানিক শিক্ষার বাইরে অর্জিত দক্ষতা ও জ্ঞান ব্যবহার করে কোর্সে অংশ নেওয়া সম্ভব।
কোর্সে প্রয়োজনীয় সময়
যদি আপনি প্রতিটি পর্বের মুল বিষয়সমূহ পড়েন, তবে তবে প্রতি সপ্তাহে কোর্সে আনুমানিক সময় দিতে হবে ৫-৬ ঘন্টা।
সার্টিফিকেট এবং স্কলারশিপ
এই কোর্সটি আপনি সম্পূর্ণ বিনামূল্যে নিবন্ধন এবং সম্পন্ন করতে পারবেন।
আপনি চাইলে অংশগ্রহণকারী হিসেবে অংশগ্রহণ সার্টিফিকেট অর্জন করতে পারেন। এই সার্টিফিকেটটি আইভার্সিটি (iversity) কর্তৃক প্রদান করা হবে এবং সেখানে এই কোর্সটিতে আপনি অংশগ্রহণ করেছেন এ বিষয়টি উল্লেখ থাকবে। এই সার্টিফিকেটে আপনার নাম, আপনার এই কোর্সে অংশগ্রহণের সময়সীমা, কোর্সটির সংক্ষিপ্ত বিবরণ, আইভার্সিটি (iversity) এবং গ্লোবাল লেবার ইউনিভার্সিটি-এর লোগো থাকবে।
অংশগ্রহণকারী হিসেবে অংশগ্রহণ সার্টিফিকেট অর্জন করতে হলে যে যে বিষয়গুলো করতে হবে;
- কোর্সের সবগুলো ভিডিও দেখা
- কোর্সের সবগুলো কুইজ প্রশ্নের উত্তর দেয়া
- প্রত্যেকটি ভিডিও লেকচারের নিচে আলোচনা অংশে অন্ত:ত ২টি প্রদত্ত ইস্যুতে
আলোচনায় অংশগ্রহণ করা
- কোর্স জরিপটি সম্পন্ন করা।
স্কলারশিপ
আইভার্সিটি (iversity) এবং গ্লোবাল লেবার ইউনিভার্সিটি-এর এই অংশগ্রহণ সার্টিফিকেট এর মূল্য ২৯ ইউরো। এই সার্টিফিকেটটি গ্রহণ করার জন্য আপনাকে আপনার প্রতিষ্ঠানের নাম উল্লেখপূর্বক স্কলারশিপের জন্য online-bangla@global-labour-university.org এই ঠিকানায় সরাসরি ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে। উপরের সকল শর্ত পূরণ সাপেক্ষে আপনার জন্য স্কলারশিপটি অনুমোদন করা হবে।
অনুগ্রহ করে কোর্সটি সম্পন্ন করার পর (ড্যাশ বোর্ডে অগ্রগতি ১০০% দেখানোর পর) এবং সার্টিফিকেট অর্জনের জন্য উপরে উল্লিখিত সকল শর্ত পূরণ সাপেক্ষে আপনি স্কলারশিপের জন্য ই-মেইলে আবেদন করুন।
কোর্সের উপকরণ কীভাবে ব্যবহার করবেন?
স্থানীয় বিশেষজ্ঞ, ট্রেড ইউনিয়ন, শ্রম গবেষণা ইনস্টিটিউট এবং বিশ্ববিদ্যালয়সমূহের সাথে কোর্সের উপকরণগুলি সংযুক্ত করে কোর্সের বিষয়সমূহ নিয়ে আপনি স্থানীয় পর্যায়ে একটি কর্মশালা আয়োজন করতে পারেন। আপনি যদি কোন বিশ্ববিদ্যালয়, ট্রেড ইউনিয়ন বা অন্য কোন শ্রম-সম্পর্কিত প্রতিষ্ঠানের হয়ে কাজ করেন তবে আপনার শিক্ষা এবং প্রশিক্ষণ কর্মসূচিতে কোর্সের বিষয়সমূহকে ব্যাবহার করতে পারেন। পুরো ভিডিও বক্তৃতা এবং সাক্ষাতকার, পড়ার বিষয়বস্তু, অনলাইন এর নথিসমূহ, এবং অনুশীলনগুলো আলাদাভাবে ডাউনলোড করা যায় এবং বিনামূল্যে ব্যবহার করা যায়।
কোর্স টিম
ড. জেরেমি এন্ডারসন, হেড অফ স্ট্রাটেজিক রিসার্চ, ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন
প্রফেসর ড. মার্ক এনার, প্রফেসর অফ লেবার এন্ড ইমপ্লয়মেন্ট রিলেশন, এন্ড পলিটিকাল সাইন্স
লিও বাওনাচ, ডিরেক্টর, ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন এন্ড গ্লোবাল ইউনিয়ন অফিস
ওয়াল্টার বেলিক, প্রফেসর অফ ইকোনমিক্স, ইউনিভার্সিটি অফ ক্যাম্পিনাস, ব্রাজিল
কিরিল বুকেতভ, প্রোগ্রাম কোঅর্ডিনেটর, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ ফুড ওয়ার্কার্স
লিজ ব্ল্যাকশঅ, ডিরেক্টর অফ গ্লোবারল ক্যাম্পেইন্স,ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন
মারলেস ভন ব্রোয়েমবসেন, ডিরেক্টরস অফ দ্য ল’ প্রোগ্রাম, ওয়েমেন ইন দ্য ইনফর্মাল ইকনমি, গ্লোবালাইজিং এন্ড অরগানাইজিং
ড. লুইস ক্যাম্পোস, কো-অর্ডিনেটর অফ দ্য সোশ্যাল রাইটস অবজারভেটরি অফ দ্য আরজেন্টিনিয়ান ওয়ার্কার্স
লাইলা কাস্তালডো, সিনিয়র কো-অর্ডিনেটর, ইউএনআই গ্লোবাল ইউনিয়ন
আলেজান্দ্রো গোঞ্জালওয়েজ, ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেটর, গুডইলেক্ট্রনিক্স নেটওয়ার্ক
ক্রিস্টিনা হাজাগস-ক্লাউসেন, ডিরেক্টর, ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়ন
ড. জয়তি ঘোষ, প্রফেসর অফ ইকনমিক্স এট দ্য জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, ইন্ডিয়া
প্রফেসর ড. হ্যান্সজর্গ হের, প্রফেসর এমিরেটাস, বার্লিন স্কুল অফ ইকনমিক্স এন্ড ল’, জার্মানি
ড. ফ্র্যাঙ্ক হফার, নন-একজিকিউটিভ ডিরেক্টর, গ্লোবাল লেবার ইউনিভার্সিটি অনলাইন একাডেমী
ড. জেল্ড এগার্ড জ্যাকবসেন, লেকচারার এট দ্য গ্লু মাস্টার্স প্রোগ্রাম, ইউনিভার্সিটি অফ ক্যাম্পিনাস (ইউনিক্যাম্প), ব্রাজিল
প্রফেসর ড. প্রাভিন ঝাঁ, প্রফেসর ফর ইকনমিক্স, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, ইন্ডিয়া
পাওলো ম্যারিনার, পোস্টডক্টরাল স্কলার, সেন্টার ফর গ্লোবাল ওয়ার্কার্স রাইটস
স্কট নোভা, একজিকিউটিভ ডিরেক্টর, ওয়ার্কার্স রাইটস কনসর্টিয়াম
সেথ পায়ার, স্ট্রাটেজিক রিসার্চার, ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন
জেমস রিটচি, এসিস্টেন্ট জেনারেল সেক্রেতারি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ ফুড ওয়ার্কার্স (আইইউএফ)
নিক রুডিকফ, ক্যাম্পেইন্স ডিরেক্টর, ইউএনআই গ্লোবাল ইউনিয়ন
প্রফেসর ড. ক্রিস্টফ শেরর, প্রফেসর ফর গ্লোবালাইজেশন এন্ড পলিটিক্স, সোশ্যাল সাইন্স ডিপার্ট্মেন্ট, ইউনিভার্সিটি অফ ক্যাসেল, জার্মানি
প্রফেসর ড. মেলিসা আর. সেরানো, ডিরেক্টর অফ সেন্টার ফর লেবার জাস্টিস, স্কুল অফ লেবার এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স (এসওএলএআইআর), ইউনিভার্সিটি অফ দ্য ফিলিপাইন
ড. এডলিরা জাফা, একজিকিউটিভ ডিরেক্টর, গ্লোবাল লেবার ইউনিভার্সিটি অনলাইন একাডেমী
ইনেকে জেল্ডেনরাস্ট, ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেটর, ক্লিন ক্লথ ক্যাম্পেইন।
Course instructors
Mark Anner, Penn State University
Mark Anner is a Professor of Labor and Employment Relations, and Political Science, and he is the Director of the Center for Global Workers' Rights at Penn State University. He is also the chair of the MPS Program in Labor and Global Workers' Rights, which is a part of the Global Labour University network. He holds a Ph.D. in Government from Cornell University and a Master's Degree in Latin American Studies from Stanford University. Dr. Anner's research examines freedom of association and corporate social responsibility, labor law reform and enforcement, and workers' rights in apparel global value chains in Central America and Vietnam. His publications include Solidarity Transformed: Labor Responses to Globalization and Crisis in Latin America* (Cornell University Press, 2011). Before beginning his academic career, Mark Anner spent eleven years working with labor unions and labor research centers in Central America and Brazil, and he was a union organizer in Boston.
Christoph Scherrer
Christoph Scherrer is professor for Globalization and Politics and executive director of the International Center for Development and Decent Work at the University of Kassel and a member of Steering Committee of the Global Labour University.
Dr Frank Hoffer
Dr Frank Hoffer is a research fellow of the Global Labour University. He studied in Bremen, London and Moscow. He holds a PhD in Economics. During his professional career, Frank Hoffer was a Labour Attache at the Germany Embassy in Moscow, worked as a senior research officer at the International Labour Organisation and served as the Executive Director of the ACT Foundation. His main areas of interest and research are social policy, wage policies and the application of international labour standards. He is a non-executive director of the GLU Online Academy board
Edlira Xhafa
Edlira Xhafa is the Executive Director of the Online Academy of the Global Labour University. She has a master's degree in Labour Policies and Globalisation from the Global Labour University (Germany) and holds a PhD in Labour Studies from the University of Milan, Italy. Since 2000, she has been engaged with national trade unions in her home country Albania, as well as in the Philippines, Bangladesh, Cambodia and Myanmar. She has also worked for, and collaborated with Education International, Public Services International, Building and Wood Workers' International, International Labour Organisation, Friedrich Ebert Stiftung and others.
Hansjörg Herr
Emeritus professor of the Berlin School of Economics and Law. Expert in Micro & Macroeconomics, International Economics, Economic and Monetary Policies.
Praveen Jha
Praveen Jha completed his Ph.D. from the Centre for Economic Studies and Planning, School of Social Sciences, Jawaharlal Nehru University and is currently a Professor and Chairperson at the same Centre. He was also the founding Chairperson of the Centre for Informal Sector and Labour Studies. He has been a Visiting Professor at several universities and institutions and was also a Visiting Fellow at the International Labour Organisation. His major areas of research and teaching include: Political Economy of Development, with particular reference to Labour, Agriculture, Natural Resources, Public Finance, Education, and History of Economic Thought. He is one of the founding members of the Agrarian South Network and a founding editor of the Journal: Agrarian South: Journal of Political Economy. His latest book is Labour in Contemporary India (Oxford University Press, 2016).
Melisa Serrano
School of Labor and Industrial Relations, University of the Philippines
I teach courses on theories in industiral relations, labour and the economy, industrial relations and national development, and human resource development at the national level. My research involves the following topics: non-standard and precarious employment in ASEAN and East Asia; collective representation and collective action among workers in informal employment; union renewal; the informal economy; industrial relations in micro and small enterprises; trade unions and social movements; comparative industrial relations; wages and productivity in the Philippines; and 'alternatives' to capitalism. I engage with trade unions and other worker organisations in the Philippines and in other countries in terms of collaborative research, training and education, program development and evaluation, and other forms of technical support.
Seth Payer
Seth Payer is a Strategic Researcher at the International Transport Workers’ Federation. He was previously Research Coordinator at the United Food and Commercial Workers International Union.
Nick Rudikoff
Veteran researcher and campaigner.
Walter Belik
Paolo Marinaro
Paolo Marinaro is a researcher for the Center for Global Workers' Rights and UCLA Labor Center. He is also a lecturer in labor and employment relations at the Pennsylvania State University. His research focuses on alternative strategies of labor organizing and the future of workers, with particular attention to Latin America and the U.S.-Mexico border.
Alejandro Gonzalez
Alejandro is the international coordinator of the GoodElectronics Network – a network (hosted by SOMO) of civil society organizations and individuals that are concerned about human rights and sustainability issues in the global electronics supply chain. As a researcher, Alejandro specialises in corporate accountability issues in supply chains of various sectors, particularly labour rights in the electronics and extractives sectors.
Liz Blackshaw
Laila Castaldo
Leo Baunach
Leo Baunach is director of the Washington Office of the International Trade Union Confederation and Global Unions, which leads advocacy on the international financial institutions including the IMF and World Bank. He previously was researcher for the Office, and worked in the International Affairs Department of the United Auto Workers union in the United States. Leo is a graduate of the University of Washington.
Christina Hajagos-Clausen
Marlese von Broembsen
Marlese von Broembsen is the Law Programme Director of Women in the Informal Economy, Globalising and Organising (WIEGO). Marlese has a Masters Degree in Development Studies and law degrees from the Universities of Cape Town and Harvard. She convened a Masters Programme in Social Justice at the Faculty of Law, University of Cape Town from 2009-2014. . She was awarded a Harvard South Africa Fellowship in 2014 and was a Visiting Researcher at the Institute for Global Law and Policy, Harvard Law School from 2015-2017. Marlese has published on labour law and development, global value chains, and informal employment.
Selected Course Reviews
Overall Rating 4.3 (4 students)